হাই বলিয়া, বাই বলিয়া
আইলা ঘরে মোর,
সকাল বেলা টের পাইলাম
তুমি ছেঁচড়া চোর।
ময়দা ভাবিয়া আটা নিলা
চিনি ভাবিয়া নুন,
উতলা মানার পানের বাটার
দই ভাবিয়া চুন!
ফকির ভাবিয়া ভিক্ষা দিলা
সাধু ভাবিয়া প্রণাম,
বন্দুক ভাবিয়া রাজা বাড়ির
খুলিয়া নিলা কামান!
শুদ্ধ ভাবিয়া ভুল কর বার
শুধিবার নাই হুশ,
অন্ধকারে অদৃশ্য কেহ
করছে তোমায় পুশ!
মেরিল্যান্ড জুন৪,২০২৪