তবুও তো বেঁচে আছি।
আমাদের স্বপ্নের ডানায় নিত্য বসবাস
অচেনা ক্ষণিক ভোগের সুখ পাখি।
আদিম সভ্যতার ধারাবাহিকতায়
অন্ধকার কান্নাভেজা গলিতে
দুঃখ-সুখের চিতায় পুড়ে
হতভাগ্য ভগবান।
তেমাথার মোড়ে বস্ত্রহীন যীশু!
ক্রুশবিদ্ধ হয় প্রতিক্ষণে-
আমি নাকি ঈশ্বর!
ধিক আমার ঐশ লাভের।
জুলাই ২১, ২০১৮