হরিদাস পাল, ফেলেছে জাল
রাঘব-বোয়াল ধরার নেশায়
হয়েছে কাল! ছিঁড়েছে জাল।

চুনোপুঁটি ধরা দেয়, হরিবাবু কিছু নেয়
চাপ আছে রাশি রাশি ফাইলে!
চিনবে না, জানবে না, যদি মিশে চাইলে ও ডাইলে!

বোয়ালে বোয়ালে ভাব, চৈত্রের কচি ডাব
নকলে সকলে বলে আহারে,
সৎ বললেই চাবুক মারো তাহারে!

দুঃখীর কথা শোনাবো কাহারে?

মেরিল্যান্ড মে ১৪, ২০২৪