কনুইয়ে রেখে হাত,
বুকেতে নিঃশ্বাস,
হৃদয় গভীরে ছিল
এমনই বিশ্বাস!
চোখের পাপড়ি ভেজা
আবেগের ক্ষণে,
সুখের বাসা ছিল
সবুজের বনে।
চৈত্রের খড়তাপে
ধূলো দাপাদাপি,
দিন শেষে সন্দিহান
ভালোবাসা মাপি!
দুটি দেহ এক প্রাণ
আলোর পথে,
আঁধারে নিকষ রাতে
আছি দুই রথে!
মেরিল্যান্ড, মার্চ, ২৯,২০২৪