আমাকে দেখি আমি-
নীল সীমানার পাড়ে,
খোলাকাশের উতলা হাওয়ায়
উড়ে যাওয়া পাখির ডানার তরে।

নীলেরা আজ মেলুক ডানা,
আলোক তপন পুরে, সোনালী প্রান্তরে।
দৃষ্টিপাতের তারাগুলো ঝরনাধারা হয়ে
মগ্ন নদে অলস মেলায়
শান্ত শীতল নিবিড়ে।

০৭/২৬/২০১৪