আমার তখন সন্ধ্যা-
বৃক্ষের পাতায় পাতায় হলুদ বসন্ত
কখন বা সোনালী-লাল এর আভা
শীতের চাদরে ঢেকে যাওয়া ক্ষণে
বিদায়ের করুণ সুর।

পত্রহীন বৃক্ষে জড়িয়ে ধরে তোমার সকাল,
শিশির বিন্দুর উষ্ণ চুম্মনে অগ্রাণের অনুভূতি
নব সূর্যের প্রথম আলো বিধৌত করে
অতীতের ক্ষয়ে যাওয়া ক্ষণ-রনাঙ্গণ।

এক পশলা বৃষ্টি দিও আমায়-
শরতের নির্জন রাতে খোলা আঙ্গিনায়।
কবিতায় দেবী হয়ে, গানে হয়ে প্রাণ
'এই রাত তোমার-আমার।'

আজ, ভরা জোছনার জোয়ারে
পত্রহীন বৃক্ষে হোক না হয়
জোছনার দাপাদাপি!!

নভেম্বর,৪,২০১৭
মেরিল্যান্ড