তুই কি ভালো আছিস? ভালোর দলে?
না হয় করলেম প্রশ্ন কথার ছলে!
সত্যি, ভালো আছিস, আছিস ভালোর দলে?
যে শিশুটি স্কুলে যাবে, বর্ণমালায় ঝড় উঠাবে
আকাশ ছোঁয়ার স্বপ্নে বিভোর, ঘাসফড়িং'র ছায়াতলে,
কোন সে মানব স্বপ্ন ভাঙে? অমানবিক ঘোলা জলে?
তুই কি ভালো আছিস? আছিস ভালোর দলে?
নীতিভ্রষ্ট রাজনীতিতে, কলম ফেলে প্রেম-প্রীতিতে
ছুটছে ওরা দ্রুত গতিতে, কোন সে মোহের দুর্নীতিতে?
রক্ত গঙ্গায় ভাষায় তরী, তীর ছিল না নোনাজলে!
তুই কি ভালো আছিস? আছিস ভালোর দলে?
ঘুষের টাকায় গড়ছে বাড়ি, হোক পুরুষ, হোক সে নারী,
টাকার জন্য আহাজারী, যা আছে দে তাড়াতাড়ি।
যাচ্ছে ক্ষয়ে বিবেক-বুদ্ধি, অমানুষের রোষানলে!
তুই কি ভালো আছিস? আছিস ভালোর দলে?
ধর্মের নামে হানাহানি, অন্তরালে কানাকানি,
স্বর্গ-সুখের লাভের আশায়, ভন্ড পীরে টানছে ঘানি!!
এই তো স্বর্গ? এই তো নরক? ভুল ঠিকানায় ছলেবলে!
তুই কি ভালো আছিস? আছিস ভালোর দলে?
দেশের সেবায় লক্ষ পুলিশ, রোজ হাশরে খুলে বলিস
পাপ-পূন্যের হিসেবে-নিকেশ, পর্দাটা না হয় একটু খুলিস!
এই দুনিয়া নয়তো আপন, পরপারে ফুলে ফুলে।
তুই কি ভালো আছিস? আছিস ভালোর দলে?
চার দেয়ালের বন্দি জীবন, বলা কঠিন কেবা আপন?
মুখোশ পড়া মানুষগুলো, হয়তো সুজন, নয়তো কুজন!
অভিনয়ের রঙ্গমেলায়, যাচ্ছে আসল মুখোশ খুলে!
তুই কি ভালো আছিস? আছিস ভালোর দলে?
আমার রাজ্যে আমি রাজা, ভালো-মন্দ আমার প্রজা
পূন্য কাজে পূন্যভূমি , মন্দ কাজে পাবো সাজা।
এসো তোমার কথা বলি, কথার কথা ছলে,
তুই কি ভালো আছিস? আছিস ভালোর দলে?