পৃথিবী এমনও হয়?
যেখানে একান্ত ভুবনে বাস করে দুজন!
অন্য কোন প্রাণী নেই, রাগ নেই, হিংসা নেই,
অনাদি সুখের এই জগতে ভালোবাসার বিস্তর ভূমি
শান্ত নিথর নদী, শান বাঁধানো ঘাট, ঘাসে মোড়ানো মেঠো পথ.
নদীর ঘাটে নৌকায় বসবাস এক মাঝি এক কবি।
সকালের মৃদু সমীরণে আছড়ে পরে ছোট ঢেউ,
ঘাসের উপরে জমে থাকা ভোরের শিশিরে কলমের কালী
আর নদীর মসৃন বক্ষে শিশির বিন্দু দিয়ে লেখা
একান্ত ভুবনের মহা কাব্য।

এক চিলতে রোদ পড়েছে কপালে-
পরনে নীল শাড়ি, খোঁপায় বেলি, চোখে নতুন স্বপ্ন,
খালি পায়ে নিত্য ভোরে তার আগমনে
নদীর ঢেউ করে খেলা, নৌকায় সিক্ত মাঝি
কবিতায় উঠে ঝড়, শব্দালঙ্কারে ছন্দের খেলা
জয়তু জয়তু তোমার আগমনে।
শান বাঁধানো ঘটে উঁকি দেয় তার মন,
কিসের নেশায় কিসের টানে এদিক ওদিক বারে?

মাঝি নিত্য দেখে সকাল-
ঘাটে নৌকা ভেড়ানো অদম্য বাসনায়
কবিতার স্তবকে স্তবকে জমা করে অসমাপ্ত কবিতা।
বড্ড জানতে ইচ্ছে করে কে তুমি?
কবি গুরুর নন্দিনী? শেক্সপিয়ারের জুলিয়েট?
নাকি কোনো কবিতার মাধবী?
সে যাই হোক নাম তো একটা থাকা চাই,
হতে পারে পরী কিংবা ময়না?
পরীটা বড্ড সেকেলে চলে যাবে উড়ে আকাশে,
হোক না ময়না, বাস করবে নৌকার আঙিনায়।
নরম বিছানা, কথার ফুলজুড়ি, গান -কবিতা
একে একে নিবে তুলে সকালের ভৈরবে।

আজ আকাশে ছিল হালকা মেঘ
ভোরের কণ্ঠে বাজে রাগ, খালি পা
পরনে হলুদ বসন্ত, চোখের আহ্বানে মাঝি।
মাঝির মননে নির্লোভ ভালোবাসা, ময়নার মননে আশা
বেঁচে থাকার জন্য গান, কবিতা স্বপ্ন দেখায়
একটি দিনের প্রত্যয়ে।
ময়নার ভিতরের চাপা কষ্ট
নদীর ঢেউয়ে যায় মিশে, হালকা অনুভবে
কবিতায় খুঁজে পায় জীবন
গানে পায় খুঁজে হারানো শৈশব।

মাঝির ময়নার ঘাটে
জীবন গল্পের নেই শেষ
শেষ নেই কবিতার, শেষ নেই গানের।
মাঝি কবি, কবি মাঝি
মাঝির বৈঠা, বৈঠা কলম,
নৌকার ভিতরে ময়না,
চলবে কলম, চলবে গান, চলবে কবিতা
ময়নার কণ্ঠে, ময়নার ঘাটে।

০১/৩১/২০১৮