মনের ভিতর জং ধরেছে
রঙ লেগেছে নিলয়ে,
অহিংসতা বাস করে আজ
মৌলবাদের বলয়ে!
মঙ্গলশোভার আলোর পথে
গ্লানি মুছার বাজছে ঢোল,
ধর্ম নামের কর্ম জ্ঞানে,
সাম্প্রদায়িক গন্ডগোল!
ধর্ম যথা, মনের কথা,
জেগে থাকুক অন্তরে,
কর্ম যজ্ঞে বেঁচে থাকুক
ক্ষণিক জীবের প্রান্তরে।
নতুন দিনের নতুন আলোয়
মানবতার জন্ম হোক,
আনন্দলোকের জয়োগানে
নিপাত যাবে ভন্ডলোক।
মেরিল্যান্ড এপ্রিল ১৪, ২০২৪