ট্রেন তখনও ছুটে চলেছে,
সামনে বিস্তীর্ণ ভূমি, শালবন, কখনো ঝিলের বুকে
ফিরে দেখা কিশোরীর স্বপ্ন।
খোলা জানালায় বাতাসের অনুপ্রবেশ
চুল উড়ে, মন উড়ে, স্বপ্নে উড়া ক্ষণ
ছন্নছাড়া জীবনে শুধু ছুটে চলা।
তুমি ছিলে মুখোমুখি, আমি কাব্য জলে,
কথার নাগাল পাচ্ছিলো সিগন্যাল,
হাতে একটি কবিতার বই,
পাশে রাখা ট্রাভেল ব্যাগ,
বদলি হয়ে যাচ্ছ বুঝি?
বদলি হয়ে যাচ্ছে সময়
বদলি হয়ে যাচ্ছে মন,
বদল হবে আমাদের শেষ ইস্টিশন!
সামনে গৌরীপুর ষ্টেশন,
তোমার ব্যস্ততা, বাড়ছে অস্থিরতা!
সাহস নিয়ে বলেই ফেললে-
'আমাদের মনের রাস্তায়, চেনা সুরে
গানের পাল উড়ে শান্ত নদে। '
একুশের নতুন বইয়ের গন্ধ নিয়েছি বুকে,
এক দশকের কবিতার স্তবকে
স্মৃতির রঙিন সনে, খোঁপার বেলী ফুলে।
বললে শেষে, যাই,
গৌরীপুরে তুমি, অন্তপুরে আমি,
ভিন্ন পথে, ভিন্ন রথে,
মনের সুরে একই গানে রবে তুমি।
ফেব্রুয়ারী, ১৯, ২০১৮