পূর্ব পাড়ায় জ্বলে আগুন
পশ্চিম পাড়ায় তুষার,
দক্ষিণ পাড়ায় জলোচ্ছাসে
দোষটা বন্ধু কাহার?

পোড়া গন্ধে বাতাস কাঁদে
দুঃখ ভোগের ছাই,
'হলুদ খবর' বলছে শোনো
পাপ নিয়েছে ঠাঁই!

বিশ্ব জুড়ে ঘটছে বিপদ
মরছে অহরহ,
হৃদ মাঝারে কষ্টে কাঁদে
হাসছে বসে কেহ!

হালাল-দালাল নানান দেশে
কেবা খবর রাখে?
আজকে তুমি আলোর নীলয়
কালকে দুর্বিপাকে!

জানুয়ারি ২০/২০২৫