তুই কি এখন আছিস ভালো?
ভালো থাকার আদলে!
মুখোশ পড়া মানব জাতি
নিত্য অদল-বদলে!
অভিনয়ের রঙ্গ মঞ্চে
আছে কেহ, দেখার নাই,
আলোর মানুষ কালো সেজে
সকাল-বিকাল মাখছে ছাই!
থাকিস ভালো মন্দ পাখি
ঈশ্বর থাকুক অন্তরে,
ক্ষতগুলো দেখুক আলো
থাকুক খোলা প্রান্তরে।
মেরিল্যান্ড, এপ্রিল ২০,২০২৪