সম্মান নিয়ে চলি
সদা সত্য কথা বলি,
কৃত-কর্মের প্রাপ্তি দেখতে
পুরোনো এলবাম খোলি।
আয়নার ভিতরে প্রতিচ্ছবি
চেনা যায়, চেনা লাগে?
যজ্ঞাসন লগনে উত্তর মিলিবে
সন্ধ্যায় আপন বাগে।
কে রাখে খবর কার?
কেইবা চিনি কাকে,
আগামী দিনের প্রত্যয়ে তব
পুরানো আলমারির তাকে!