আছিয়া তোর বুকের ভিতর
কষ্ট নদীর ধারা,
রক্ত জলে সাঁতার কেটে
বিবেক দিশেহারা!
ভাতের থালায় মাছির খেলা
মুষ্ঠিবদ্ধ হাতে,
কিসের নেশায় শেয়াল ডাকে
কাম-পুরুষে রাতে!
নয় বছরের যুদ্ধ জীবন
দিনের আলোর শেষে,
মুখ লুকিয়ে কাঁদিস কেন?
পিশাচ যখন হাসে?
ভালো থাকিস আকাশ পানে
মেঘের ভেলায় ভেসে,
এক আছিয়ার কষ্ট রবে
মাটির সাথে মিশে।
মেরিল্যান্ড, মার্চ ১৩/২৫