ভুলগুলি সব ব্যাকুল হয়ে
আকুল আবেদনে,
শোধরে নেবার শোষণ-দূষণ
যোগ-বিয়োগের সনে।
লাভের খাতা শূন্য হয়ে
হন্য হয়ে দিক-বিদিক,
আসল-নকল বদ্যি হয়ে
সময় এখন চিনে নিক!
চেতন মনে শুধুই যাতন
যতন দেহে পঁচন ঘা,
অযাচিতে নষ্ট ডিমে
অকারণে দিচ্ছে তা!
মানব হৃদে ঘৃণার হ্রদে
বাতাস বেগে বাড়ছে ঢেউ,
ডুবে ডুবে ঘোলা জলে
ঘূর্ণি পাকে পড়বে কেউ!
মেরিল্যান্ড, সেপ্টেম্বর ২৭/২৪