আবার যদি ফিরে আসে একাত্তর
আবার যদি দেখি রাজাকারের আস্ফালন
আবার যদি দেখি সাম্প্রদায়িকতার লেলিহান শিখা,
আবার যদি পাই ফিরে
গর্জে ওঠা তেজ,
তবে মনে রেখ প্রিয় দেশ আমার,
মহানায়কের বজ্র হুংকারে
'এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম'
মনে রেখো,
আবার শ্লোগানে দেশ কাঁপাবো ।
আমরা এমন নির্লজ্জ জাতি-
পঞ্চাশ বছর পরেও-
মুক্তিযোদ্ধার পায়ে রিক্সার প্যাডেল
অভুক্ত যুদ্ধ শিশুর দল,
বিরঙ্গনা নারীর হাসপাতালে নেই ঠাঁই
নেই রেশন, নেই শিক্ষা, আছে শুধু অবহেলা ।
রাজাকার সন্তান, রাজাকার বেয়াই, আল-বদর, আল শামস
আজ ভালই আছে সুখে আছে,
বুকের ভেতরে পাকিস্তান গড়ার স্বপ্ন, হাতে পাকি পতাকা
স্বাধিন বাংলার ষ্টেডিয়ামে!!!
ধিক আমাদের!
বঙ্গবন্ধুর স্বপ্নে গড়া সোনার দেশ
জাতির পিতা, একবার দেখে যাও
ত্রিশ লক্ষ ধর্ষিতা নারীর রক্ত ভাসে পদ্মা-মেঘনা-যমুনায়!
ওরা ১১ জন আরেকবার ফিরে এসো-
এসো আবার বজ্রকন্ঠে আওয়াজ তুলি-
'এবারের সংগ্রাম মানবতার স্ংগ্রাম'
এবারের সংগ্রাম অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্ংগ্রাম ।
জয়বাংলা ।
দিসেম্বর ১৬, ২০২১। সিলভার শ্প্রিং