ভাগ্য রেখায় দুঃখ ছিল
কষ্টে ভরাট অন্তরে,
দলিল পত্রে স্বত্ব ছিল
ভুলটা ছিল প্রান্তরে!

রোদের গায়ে মেঘটা ছিল
অন্ধকারে সঙ্গমে,
ভোরের আলোয় আশার আভা
স্পর্শ করে আনমনে।

যোগ-বিয়োগের হিসেবে কষে
দিনের শেষে শূন্যতা,
গ্রহ-সূত্র পাল্টে দিবে
জীবন রেখায় পূর্ণতা।

চিন্তা-চিত্তে চেতন ছিল
লড়ে যাবার প্রত্যয়ে,
হাতের মুঠোয় সফলতা
যথা বিহিত সময়ে!

মেরিল্যান্ড মে ৩০,২০২৪