ললিত মোহন দাস
বাংলাটা পড়াতেন,
ব্যাকরণে-অকারণে
শুদ্ধতা শেখাতেন।

হাতে গুজে সাদা চক
ঠোঁটে চক, জামা লাল
কালা মার্ক রোজ ক্লাসে
খায় গালি পয়মাল!

পত্রিকায় চিঠি কলাম
উদূরের দুর্ভোগ,
হাঁচি-কাশি ধুলো-বালি
বেঁধে আছে নানা রোগ।

সেই দিন গেছে চলে
জানি না,কোথা স্যার?
শ্রদ্ধাটা যাবে রয়ে
যুগে যুগে শত বার।

মেরিল্যান্ড, অক্টোবর ২৫/২৪