কোটা কোটা কোটা,
চৈত্র দিনের তপ্ত রোদে
গাছে আমের গুটা।
আমায় দে রে ভাই কয়টা!
স্কুল-কলেজে জ্বলছে আগুন
পুড়ছে-মরছে তরুণ প্রাণ,
এসি রুমে চলছে নিউজ
সকাল-দুপুর করুণ গান!
কোটা কোটা কোটা,
হাতে ধরিয়ে দিলো লোটা!
মার কপালে ঝাঁটা!
পুলিশ-ৱ্যাব-বিজিবি দলে
মাছ শিকারে ঘোলা জলে,
ভালোবাসা আদর-সোহাগ
বসে আছে বন্দুকের নলে!
আহা! লাশের গন্ধ বদ্ধ খালে!
কোটা কোটা কোটা,
বলবে কি ভাই টাটা?
নইলে উল্টো পথে হাঁটা !
দেশের ভিতর জন্ম আমার
তবুও শুনি দেশটা মামার,
চাকরি খুঁজতে বয়েস গেলো,
আমরা নাপিত, আমরা কামার!
কোটা কোটা কোটা,
বিচ্ছুর শক্ত বুকের পাটা!
সে তো খায় সকালে আটা!
চলতে চলতে থেমে যাবে
গোল টেবিলে ওরা ভাবে,
লাশের বুকে কিছু মানুষ
আয়েশ করে মজা খাবে!
কোটা কোটা কোটা,
আম পাড়িয়া খাবে নেতা
তুমি পাবে বোটা!
কোটা কোটা কোটা,
"জিব"টা ওরা ছিঁড়ে নিলো
রইল পড়ে "ম"টা !
মেরিল্যান্ড জুলাই ১৯,২০২৪