(শ্রীলংকায় নিহতদের স্মরণে)

ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে যাচ্ছে নাকি পৃথিবী?

হাতের আঙুলের ছোঁয়ায় দেখা যায়
পৃথিবী থেকে কৃষ্ণ গহ্বরের ছবি।
আঙুলের পরশে ভেসে উঠে প্রিয়ার মুখ
তের নদীর ওপারের প্রিয় পরিজন,
টাচস্ক্রিনের বদৌলতে মুখে আসে হাসি
কখনো বা বীভৎস অপকর্ম!

মানবতার দেবতা কোথায় থাকে আমি জানি না!
তবে, শুনেছি তিনি থাকেন আরাধ্য উপাসনালয়ে,
তবুও একটি ঠিকানা তো পাওয়া গেছে।

সৃষ্টিকর্তার সানিধ্য লাভের প্রত্যাশায় অগণিত মানুষ
ছুটে গিয়েছে উপাসনালয়ে ,
ঠিক যেমন ছুটে গিয়েছিলো নামাজি ক্রাইস্ট চার্চ মসজিতে।
ধ্যানরত মানুষের ধ্যান ভঙ্গের আগেই
আঙুলের পরশে চিরধ্যানের ঘরে চলে যায়
আজিকের প্রিয়জন!
নিষ্প্রাণ মেরি মাতার ভঙ্গুর দেহে ফোঁটা রক্ত,
নিথর দেহ, ঝলসানো খ্রিষ্টপ্রসাদ, প্রিয়জনের মুখ
কান্নার রোল, বাইবেলের ছেঁড়া পাতা
এক নিমিষে ভেসে উঠে মুঠোফোনের স্ক্রিনে।

শুনেছি ভগবানের ঘরে পরম শান্তি!!
এমন শান্তি, আমার জানা ছিল না!

আক্ষেপ-
ক্ষুদ্র হচ্ছে পৃথিবী, হাতের মুঠোয় বিশ্ব।
কঠিন বাস্তবতা, ক্ষুদ্র হচ্ছে মানবতা!

(মেরীল্যাণ্ড এপ্রিল ২৩, ২০১৯)