ভাতের থালায় ছায়া পড়ে
জ্যান্ত কালো কাক,
এই খাবারেই লেখা ছিল
মৃত্যুপুরীর ডাক।

মনের ভিতর শুস্ক যদি
পাহাড় সম ঢেউ,
দুঃখ লাভে প্রলেপ দানে
দাঁড়িয়েছিল কেউ।

মাথার ওপর ছাতা ছিল
ঝড়ের বেগে শেষ,
এক এক করে ভালোবাসা
শুধুই নিরুদ্দেশ।

ক্ষুধা কারো পেটে জ্বলে
ক্ষুধা কারো হাতে,
বিষম খাওয়া বুঝেছিলো
তোফাজ্জলে রাতে!

মেরিল্যান্ড, সেপ্টেম্বর ২০/২৪