চলছে মেলা চলছে খেলা
কেউবা খেলে যায়,
আম জনতা দর্শক সেজে
আমের আঁটি খায়!

কেউবা খেলে অন্ধকারে
কেউবা ইশারায়,
পায়ে পাড়া দিয়ে কেহ
গায়ে ওঠে যায়।

আজব মানুষ, ভ্রষ্ট জগৎ
মুখোশ সারাক্ষণ,
জীবন মাঠে তুমি-আমি
নই তো আপন জন।

যুদ্ধ খেলায় দিয়ে গেছেন
দয়াল কারিগর,
লালকার্ড দিয়ে তুলে নেবেন
শূন্য রবে ঘর!

মেরিল্যান্ড, মে ১৭,২০২৪