দোষা-দোষী, ঘুষা-ঘুষি
চলছে রে চলবে,
থাম থাম বাদাইম্যা
এ কথা কে বলবে?

চাটা-চাটির দল আসে
কাটি-কাটি ঘুষ খায়,
ভাঙা-ভাঙি করে কেউ
দুঃখী করে হায় হায়!

বয়কট ক'রে কেউ
শোধ নিতে ওস্তাদ,
চড়া দামে দেশি মাল
গরিবের মারে ভাত।

সুদে সুদে বাড়ে ঋণ  
খোয়া গেলো গরু-চাল,
লোভে যারা লাভে আছে
যাচ্ছে ভালো দিনকাল।

মেরিল্যান্ড, আগস্ট ২১/২০২৪