বন্ধু বেশে আশে-পাশে
পড়শী যত জন,
মুখোশ পড়ে প্রিয় সেজে
ঘুরছে সারাক্ষণ।

দুঃসময়ের ছায়া যখন
অন্ধ চারিপাশ,
বন্ধু তখন ফসল খাবে
তুমি খাবে ঘাস!

জীবন পথে কঠিন সময়
আসবে বারংবার,
গুটি কয়েক হাত বাড়াবে
তারাই অবতার।

চিনে রাখ, শিখে রাখ
বাস্তবতার গান,
ভালো মন্দ বিচার করা
দানে-প্রতিদান।

মেরিল্যান্ড, জুন ৯, ২০২৪