কান্নার শব্দ শুনি আমি রোজ
বন্যায় ভাসা শত মুখ,
কোথায় যেন কবি ঠাকুরের
বিষাদ মাখা শুভ্র মুখ!
কাটা ছেঁড়া চলে বুকের ভিতরে
রং বদলে নিশি উৎসবে,
কেবা লিখে গেছে দেশের কথা
লাল সবুজ আইলো কবে?
হায়রে বেজন্মা ভন্ড মূর্খ সব
অন্ধ কূপে যারা নিত্য বাস,
যে কিনা শেখায় নব সংগীতে
এ প্রজন্মের বদর চাপাতী ত্রাস!
যা ছিল পূর্বে থাকবে যুগে যুগে
হয়নি এখনো সেই স্বপ্নটা বাসি,
গলা ছেড়ে গাইবো," আমার সোনার
বাংলা, আমি তোমায় ভালোবাসি।"
মেরিল্যান্ড, সেপ্টেম্বর ০৩/২৪