কান নিয়েছে চিলে!!!
জান চলে যায়, প্রাণ উড়ে যায়
চমকে উঠে পিলে!
অকারণে সাঁতরে পালাই খালে-নদে-বিলে।
যাচ্ছে সময় যাচ্ছে,
ঘুষের টাকায় বাড়ি হচ্ছে,গাড়ি হচ্ছে
যে যা পারছে লুটে-পুটে
আলকাতরাও খাচ্ছে!
কান নিয়েছে চিলে?
ঘটনা কি বলেন খুলে,
কাঁদা সাদা দিলে!!!
পুলিশ পিটায় কোটায় কোটায়,
জং ধরেছে ঘড়ির কাঁটায়
উল্টো পথে হাঁটছে সবাই,
যাচ্ছে মেধা যাচ্ছে ,
আমার দেশের আমলা-মন্ত্রী
তাক ধি না ধিন নাচছে!
ও ভাই, কান নিয়েছে চিলে?
আমার টাকা খেলা করে
শাপলা- মতিঝিলে!!
ভালোবাসায় বাড়ছে ভেজাল,
প্রেমের নামে নগর-দালাল,
আসল ফেলে খুঁজছে হালাল,
মধু লুটে দিবেই উড়াল!
বলার কিছু নাই গো দাদা,
দেখার চোখ নাই,
আসুন সবাই চুপি চুপি
বগলটা বাজাই!!
দাদা, কান নিয়েছে চিলে?
রাজনীতিতে নেমে পড়ুন
পাখি মারবেন ঢিলে!!
নেতায় নেতায় মারামারি,
আমরা করি বাড়াবাড়ি,
বৌয়ের সাথে স্বামীর আড়ি!
শালী বলে দাওনা চুড়ি,
ভাল্লাগেনা ধেৎতুরি,
এই জীবনের খেতা পুরি।
যার জন্য মারামারি
নেতা এখন তুঙ্গে,
আম জনতা আটি খাবে
আমার সোনার বঙ্গে।
ও ভাই কান নিয়েছে চিলে?
ক্ষুধার জ্বালা লাঘব হবে
ভাত খাবে রোজ গিলে!
আমাদের কি হবে বলুন
আমাদের কি হবে?
পরকীয়ায় মজা লুটবেন
ঘরে আওয়াজ তুলুন।
ধরা খেলে তবলা ফেলে
গাছে ঝুলে পড়ুন!!
আঃ! দৃশ্যটা কি করুণ!
বুদ্ধিজীবী কোনঠাসা আজ
একটা কিছু করুন দাদা
বিবেকটা আজ খুলুন।
কান নিয়েছে চিলে দাদা
কান নিয়েছে চিলে?
কানের জায়গায় কানটি আছে
দেখুন, মনের চোখটি খুলে।
এপ্রিল ১২, ২০১৮