পোড়া বারুদ চোখে-মুখে
গন্ধ বুকে জমে,
বিবেক আমায় জাগায় বারে
অশ্রু গেছে থেমে!

আঙ্গুল গুলো অস্ত্র হয়ে
লিখতে ইচ্ছে করে,
যুদ্ধ করে আবার না হয়
আনব তোমায় ঘরে।

জলা ধারের শাপলা-শালুক
পরাগ মাখা ভ্রূণে,
একটি স্বপন ওঠবে জেগে
লাল-সবুজের কোণে।

স্বপন এখন হাতের মুঠোয়
বুকের ভিতর গাঁথা,
দেশ বিরোধী! সময় এখন
নুয়ে পড়ুক মাথা।

মেরিল্যান্ড, সেপ্টেম্বর ০৬/২৪