পড়ে গিয়েও সড়ে যাইনি
মুষ্ঠিবদ্ধ হাত,
টেনে ধরার আজব মানুষ
দৃষ্টি নিকষ রাত!
জয়ের নেশায় জয়ী নারী
রুখার সাধ্য কার?
ঘরে-বাইরে পাহাড়সম
নানান অবিচার।
পায়ের নিচে শক্ত মাটি
হাতের শিরায় বল,
সফলতার শীর্ষে যখন
বন্ধ কোলাহল।
নিন্দুকেরা ক্লান্ত ভীষণ
ভারাক্রান্ত মন,
সমালোচনার নরক হবে
স্থায়ী আবাসন।
মেরিল্যান্ড মে ৮, ২০২৪