সোনার বাংলাদেশে, দিকে দিকে চারপাশে
                মানুষ কাঁদে , শোন বিবেকের প্রতিধ্বনি,
                          একাত্তর মুছে গেছে,
            চব্বিশে জন্মিছে রাজাকার সোনামনি!

১. একটি বজ্রকণ্ঠ শোষিত-বঞ্চিত জাগ্রত
    কাস্তে-কোদালে, রক্ত ধমনী করবে প্রতিহত।
   মায়ের বুকে জয়ের পতাকা, দামাল ছেলের সাহস,
   লক্ষ প্রাণের সবুজ মাটিতে চব্বিশে এসেছে ধ্বস!
২. কোথায় আমার মুক্তি সেনা, কোথায় আমার ইতিহাস,
    সুদের কারবারি খুবলে খেয়েছে রোদেলা নীলাভ আকাশ।
   আর নয় ভয়, এসো করি জয়, ৩২ নম্বর দিয়েছে ডাক,
  রাজাকার-পাকিদের বলয় থেকে সোনার বাংলা মুক্তি পাক।

মেরিল্যান্ড/২,এপ্রিল/২৫