আকাশ ভেঙে বৃষ্টি পড়ুক
গায়ে তপ্ত রোদ,
হৃদয় ভাঙা স্বপ্নগুলো
আহা কি অদ্ভুত।

বুকের ভিতর কষ্ট ভীষণ
পাহাড় সম ঢেউ,
ক্রুশে বিদ্ধ একুশ কাঁদে
জানলো না-তো কেউ!

বিবেক এখন ময়লা স্তুপে
গন্ধে বসবাস,
সিংহাসনে কারা ওরা ?
তারাই সর্বনাশ!

হাসতে হাসতে কান্না জলে
কঠিন অভিনয়,
লাল সবুজে লিখে দিলাম-
"করবো আবার জয়।"  

ফেব্রুয়ারি ০২/২০২৫