(হিমেল পালমার স্মরণে)

ভগবানের দেয়া একখণ্ড ভূমে-
লিজ নিয়েছে জোনাকির আলো।

পতিত পাতার শিড়দার ফুঁড়ে উঁকি দেয়
আত্মবিশ্বাসের অংকুরিত কচি প্রাণ ,
বেড়ে উঠা চেতনায় সযতনে বাসা বাঁধে
ভালোবাসার এক চিলতে পূর্ণিমা।

বিদ্যাপীঠের সীমানায় শব্দের কোলাহল।
যোজন-বিযোজনের ফলাফলে-
সাফল্য জোয়ারে ভেসে যায়
আগামী দিনের আলো।

অমাবশ্যায় জোনাকিদের দাপাদাপি
একজন বাঁধে ঘর নব প্রত্যয়ে।

অতঃপর-
দিনের আলোয় দূর বনে
জোনাকি ঘুমায় শান্তির অন্বেষণে।

               -মেরিল্যান্ড জুন ১০, ২০১৯