(প্রয়াত ফাদার বেঞ্জামিন কস্তা'র স্মরণে)

চাটমোহর ষ্টেশনে শেষ বিকেলের ট্রেন,
ঝিক ঝিক করুণ সুর, নীরবে শিশির কণা,
মথুরাপুরের মেঠোপথে রৌদ্রস্নানে মন ভিজে যায়
সবুজের স্বচ্ছ জলে!

বাহাদুরাবাদ ঘাটে ষ্টীমারের অচেনা আহ্বান,
ধীরালয়ে সদরঘাট, বান্দুরা, মনির হোসেন লেন
মাঝ পথে ক্ষণিকের ম্যাথিস হাউজের বিশ্রামাগার,
স্বপ্ন থেকে স্বপ্নের পাখায় মন বাঁধে বাসা
চন্দ্র কারিগরের প্রত্যাশায়।

চন্দ্র কারিগর বড়ই অদভূত!
নটর ডেমের ফ্রেমে আটকে রাখা তৈলচিত্রে
শিক্ষায়-মানবতার ব্রতীয় জীবনের স্বপ্নভূমি চাষ করে
একজন শিক্ষাপ্রেমী, মানুষ গড়ার কৃষক এঁকে দেন,
মনের মাধুরী মিশিয়ে।

শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব, জয়ের পর জয়,
কারিতাসের টিন শ্যাডের ঘর, হাজার যুবদের
ক্ষুদ্র ক্ষুদ্র স্বপ্ন, অধ্যাত্বিকতা, নৈতিকতার জাল বুনেন
আপন মনে, যুবাদের সনে।

পচাত্তরের সীমানায় থামে ট্রেন,
ট্রেনে ধোঁয়ায় স্বপ্ন ছড়ায়, আগামী স্বপ্নের নীড়ে,
শিক্ষার ব্রত লয়ে।

অক্টোবর, ১৩, ২০১৭
মেরিল্যান্ড