পুরোনো পথ ধরে হেঁটে চলেছি।
নির্ঘুম জোছনার মেঠো পথে
ভালোবাসার হাট বসে তে-মাথার মোড়ে
অচল আধুলিতে কিনে আনা এক টুকরো ভালোবাসা
কবিতার স্তবকে স্তবকে গড়ি
এক শতাব্দীর ইতিহাস।
ঈশ্বর নাকি কেনা-বেচা হয়
মন্দের বাজারে!
কথাটি বিশ্বাস হয়নি!
যখন ঘুরে দাঁড়াবার সাহস পাই,
চৈত্রের খরতাপে পাই একফোঁটা জল,
আমার একার পৃথিবী যখন দেখি আমি-
তখন, ঈশ্বর বুঝেন আমার ভাষা।
তোমাকে প্রতিনিয়ত হাত বদলাতে দেখি!
অতৃপ্ত মন, অতৃপ্ত দেহ
কপালের বলিরেখায় লিখে রেখো
তোমাতে নেই তুমি,
তুমি শূন্য বিরান ভূমি।
বিধৌত হওনা কেন পুন্য জলে?
নভেম্বর, ২৪, ২০১৮