হৃদ মাঝারে রং তুলিতে
জল ছবিটা এঁকে নিও,
কথার ছলে ভুল যদি হয়
সোহাগ করে ব'কে দিও।
বুক পকেটে কষ্ট ভীষণ
দুঃখগুলো জমে থাক,
সায়ানাইডের আঁচল মেলে
দাও উড়ায়ে দুর্বিপাক।
সুখ যদি হয় খোলা হাওয়া
আজালিয়ার স্বর্গবাস,
ভ্রমর সেজে পরাগ রেণু
একটি স্পন্দন মুক্তি পাক।
মেরিল্যান্ড মে ৬, ২০২৪ ভালোবাসা