সন্ধ্যা ক্ষণে বৃষ্টি আমায়
বলছে কানে কানে,
ফোটায় ফোটায় বলব কথা
ঝড় হওয়ার গানে।
টিনের চালে দাদরা তালে
রাগের নানান সুরে,
ভৈরবীতে কাটবো সাঁতার
উঠোন জলে ভোরে।
নদের বাঁকে স্রোতের ভেলায়
তানপুরাতে মন,
ধৌত করে রাঙিয়ে দিলে
আমায় সারাক্ষণ।
মেরিল্যান্ড মে ৫,২০২৪