অগ্রগামী দূত তুমি হে পতিতপাবন
ধন্য তুমি, বাণী তুমি সাধু যোহন।
উটের লোমের বস্ত্র তুমি করতে পরিধান
পাপের পথে তুমি ছিলে শ্রেষ্ঠ সমাধান।
প্রভুর আগমনী বাণী তোমারই মুখে
দীক্ষাস্নানে করলে স্নাত সুখে-দুঃখে।
দীন বেশে দীপ্ত হাসি দেখি বারে বার
বন মধু পঙ্গপাল করিতে আহার।
তোমার হস্তে খ্রিষ্ট যীশু হলেন দীক্ষিত,
দীক্ষাগুরু যোহন তোমায় প্রণাম শত ।
মেরিল্যান্ড মে ১২, ২০২৪