কোথায় আমার পূর্ণিমা শীল
কোথায় দশরথ?
কারা যেন কণ্ঠ আমার
করছে বারে বধ!
তুলসী তলায় পুজোর ডালি
শঙ্খ নাহি বাজে,
আমার দেশটি অসাম্প্রদায়িক
নতুন করে সাজে!
আদিবাসীর টিনের চালায়
বৃষ্টি অবিরত,
লুটের রাজ্যে মহা উৎসব
করছে বারে ক্ষত!
কোথায় ঈশ্বর? কোথায় স্বাধীন?
কোথায় আপন দেশ,
মরতে মরতে কোন একদিন
হবো নিরুদ্দেশ!
মেরিল্যান্ড আগস্ট ১০,২০২৪