প্রস্থানের দেহাবশেষে এক মুঠো ধূলি
পড়ে থাকা ক্ষণে খেলা করে রোদ্দুর দুপুরে,
সন্ধ্যার আগমনে করে স্থান জোনাকির সনে
মুহু মুহু স্মৃতির পাতায় ভাসে গান, আবৃত্তি
কবিতার ভিতরের জন্ম নেয়া এক নতুন পৃথিবী।
কোন এক অমাবশ্যার রাতে
এক নাবিকের আসার আলোয় দেখেছিলে
জীবন মানেই থমকে থাকা নয়, নয় নির্যাতনের
এক খন্ড চিতার কড়িকাঠ।
পাথরকুচির অঙ্গুরিত জীবের সতেজ পরশে
তোমাতে ফিরে গেলে তুমি,
না হয় কিছু সময় গেছে ঝরে অবচেতন মনে!
অন্তত বেঁচে থাকার আছে জীবন ঘাটের নৌকা,
তৃষ্ণা মেটাতে ভোরের এক বিন্দু শিশির,
বুকের কষ্টের বরফ গলাতে
কবিতার তেজ দীপ্ত হাজারো পংতি,
ঘুরে দাঁড়াবার সূর্য সন্তান।
যদি ফের জন্মাও তুমি-
জাতিস্মরের নিমগ্ন চেতনায় এই ভবে,
বড্ড চেনা লাগে,
এখানে ছিল ঘাট, ছিল নদী, নৌকা,
দূরে কোথাও সুখ দেবীর সংসার।
মার্চ ১৯, ২০১৮