মায়ের গর্ভে জন্ম আমার
মা যে আমার প্রাণ,
প্রভুর নাম দীক্ষা নিয়ে
মায়ের জয়গান।
ক্যাথলিকদের প্রতি ঘরে
সন্ধ্যে নামার ক্ষণে,
মালা লয়ে সবাই মিলে
জপমালার সনে।
এসএমআরএ সিস্টার তখন
ক্যাটিখিজম দিতেন,
রোদ বৃষ্টিতে পায়ে হেঁটে
প্রতি বাড়ি যেতেন।
তখন থেকেই মা মারিয়া
হৃদয় পটে আঁকা,
মা তো আমার নিত্য সহায়
যখন থাকি একা।
মাতৃবিশ্বাস কেড়ে নিতে
খেলছে কারা দাবা?
ধর্মান্ধরা থাবা হাকায়
ওরা ভন্ড যীহুবা!
মেরিল্যান্ড জুন ১৪,২০২৪