(উত্সর্গঃ প্রয়াত ভাষা সৈনিক আব্দুল মতিন)

ভাষার উপরে আঘাত হেনেছে শত্রু;
স্ত্বব্ধতায় ছেয়ে গেছে বাংলা্র আকাশ,
দেশ জুড়ে গুঞ্জন নয় ওরা তো মিত্র,
চোখ জুড়া স্বপ্ন দিনে হইবে বিকাশ।
দলে দলে কথা কয়, নাহি-ডর ভয়,
প্রতিবাদে মুখরিত ঢাকা মেডিক্যাল,
খন্ড খন্ড মিছিলের চোখে-মুখে জয়
গুলি চলে, রক্ত ঝরে, হয় কারো জেল।

ভাষার দাবিতে ওরা দিয়েছিলো প্রাণ,
লাল জলে ভেসেছিলো পীচঢালা পথ,
খালি পায়ে শত মনে মুখে জয়োগান,
মাকে পেয়ে সবে মিলে চড়ি এক রথ।
আজ হারিয়ে গিয়েছে এক বর্ণমালা,
বক্ষ মাঝে গর্জে উঠে সেই সুপ্ত জ্বালা।

১০/০৭/২০১৪