মার খেয়েছি, ঘর ছেড়েছি
এবার সময় আমার,
এ দেশ আমার, মাটি আমার
আমরা মুচি-কামার।

অসুর বধে দূর্গা সেজে
জাগবে নারী দলে,
বিসর্জনে না হয় যাবো
পুন্য-শুদ্ধ জলে।

ঢাক বাজবে, উলু বাজবে
বাজবে শঙ্খ ধ্বনি,
ধর্ম তত্ত্ব, শাস্ত্র বাক্য
একই মন্ত্র জানি।

মুখ লুকিয়ে আর রবোনা
বলবো কথা বারে,
ভয়কে মোরা জয় করেছি
হারে রে রে রে রে।

মেরিল্যান্ড, অক্টোবর ০৫/২৪