তোমার স্নেহের পরশে ধন্য মাগো আমি
দয়াময়ী, স্রোতস্বিনী যুগে যুগে তব ঋণী।
জয় জয় মা মারীয়ার জয়।
স্বর্গোন্নীতা রাণী, তুমি জগতের মনিহার,
পাপীদের আশ্রয়ে তুমি তো স্বর্গের দ্বার।
দুঃখীদের সান্তনা দানে তুমি মা অন্যন্যা
মানব অন্তরে জাগ্রত দূত তুমি ধন্যা।
হে প্রভাতের তারা প্রভুর বিশ্বস্ত মাতা,
সার্থক জন্ম তোমার, পুত্র আমার ত্রাতা।
করুণাময়ী মা আমার কর আশীর্বাদ
তোমার ভালোবাসার পরশে পূর্ণতার স্বাদ।
জয় জয় মা মারীয়ার জয়।
মেরিল্যান্ড জুন ১১, ২০২৪