যান্ত্রিকতায় চেয়ে গেছে সভ্য সমাজ,
পালাবার নেই পথ অবরুদ্ধ জীবনে,
মন গেছে পুড়ে, দেহে জমাট বাঁধা ইস্পাত।
আমাকে চালাতে পারি না আমি
চালায় অন্য লোকে!!!
চিঠিতে নেই ভালোবাসা, নেই ছন্দ,
নেই আবেগের আলিঙ্গন,
এতটুকু ছোঁয়ার আশায়
অপেক্ষায় কাটে রোমাঞ্চিত সময়,
হাতের হালকা পরশে সুখের বন্যায় ভাসে
দেহ-মন- আত্মা;
কোন এক অজানা অনুভূতি
পবিত্র ভালো লাগা বাসা বাঁধে
শিরায়-উপ-শিরায়, মনের গহীনে।
সভ্যতার অনুভূতির জায়গাগুলো
লিজ নিয়েছে ফেসবুক,টুইটার, হোয়াটস আপ,
হাতের আঙুলের পরশে চলে
ভার্চুয়াল প্রেমের মিথ্যা বুলি,
ছবির পিছনে অশরীর প্রেতাত্মা,
ইনবস্কে ভরাট কামুক বার্তা।
উন্মুক্ত আকাশে নিরাশার বাণী
দোজকের মসৃণ প্রশস্ত পথ ,
অলসতায় করে ভর নিষিদ্ধ বাতাস।
ঈশ্বর সৃষ্ট রক্ত-মাংসে গড়া মানুষ
ভালোবাসা চায় না, সংসার চায় না ,
চায় ভোগ্য পণ্যের নরম পিন্ড!
হায়রে বোকা মানুষ-
যান্ত্রিক মানবি সোফিয়া চায় সংসার, চায় ভালোবাসা
চায় সন্তানের আলিঙ্গন!
যান্ত্রিক ভালোবাসা বড় অদ্ভত
এখানে মন নেই, ক্ষণ নেই,
আছে শুধু গতিহীন গন্তব্য!
নিষিদ্ধ পথের অভয়ারণ্য,
ডাস্টবিনে মোড়ানো কান্না,
জন্মের আগে শিশুর মৃত্যু!
ঈশ্বর কি জানেন-
এর শেষ কোথায়?
জীবনের কোন বাঁকে
আছে মানব ভালোবাসা?
ফেব্রুয়ারী, ২১, ২০১৮