সূর্যের ভিতরে এক বিন্দু প্রাণ-
ক্লিওপেট্রা কিংবা আফ্রিদিতির আদলে
নির্মিত কোন এক আপন জন,
জগৎ জুড়ে খুঁজে ফেরে নিষ্পাপ প্রাণের সন্ধানে
আপন গুণের মহিমায়।
তপ্ত রোদে, তপ্ত বালুকাময় প্রান্তরে,
এক গুচ্ছ কচি প্রাণ আশায় বাঁধে ঘর,
আকাশের পুঞ্জীভূত মেঘ, রাগ-ভৈরবীর
মৃদু কম্পনে ফোঁটায় ফোঁটায় সিক্ত আপনজন।
হোক না অনাদিকাল কাব্যভুমি
বেঁচে থাকার গান, ভালোবাসার প্রাণ।
কাব্যভুমে অদ্ভুত শব্দেরা করে খেলা,
ছন্দ-মাত্রা, কবিতার স্তবক উঁকি মারে
গোলাপ বাগানের শিশির ফোঁটার গতরে।
বিন্দু থেকে সিন্দু সমান্তরাল কোলাহলে
গুণদেবীর আগমনে কাব্য বলে কথা।
ভরাট কণ্ঠের গহীনে কল কল, ছল ছল,
কবি থেকে কবিতা, কবিতা থেকে কণ্ঠ।
সন্ধ্যাবধি গুণীন দেবীর ছায়াতলে।
মেগবেথ কিংবা হ্যামলেট
যুগ থেকে যুগে দেশ থেকে দেশান্তরে
সংস্কৃত্যায়ণের নাট্যাভিনয় ধারার সুধা জল
আচমকা দেখা দেয় কোন এক যুগের
শিল্পীর মেধা মননে।
পালাগান, লীলাগান ছন্দের পরতে পরতে
দেবীর প্রশংসা, করতালি, মুগ্ধতা
বাস্তব থেকে কোন যুগের মেগবেথে।
জীবন বাস্তবতায় উপেক্ষিত বার বার,
যোগ্যতা নিয়েছে নির্বাসন, রোষানলের চিতায়
অমানবিকতার নরকবাস, বদ্ধঘরে উদারতার আর্তনাদ।
খুলে যাওয়া দুয়ারে আবার কণ্ঠে গান, অভিনয়ের দক্ষতা
আবৃত্তির সুধা কণ্ঠ। হাতে বিজয়ের মশাল
মানুষ দেখে আলো, আঁধার কেটে নতুন ভোরের
শিশির ভেজা সকালে গেয়ে উঠে গুণীন দেবী-
নজরুলের রাগ-
'আমার আপনার চেয়ে আপন যে জন ,
খুঁজি তারে আমি আপনায়। '
জানুয়ারী ২২, ২০১৮