ধাক্কা খাইয়া, উড়াল দিয়া
কেলেপচা বাড়িতে,
কূটচালে ভাজে রাতে
জিলাপির প্যাঁচ নাড়িতে।
ফাঁক জানে-ফোকর চিনে
ধরে মেরে কুপোকাত,
নেকড়ে সাজে যখন
অকারণে ঢুকাবে হাত!
ধর্মের নামে জিকির
রবিবারে ডিজিটাল,
সোম থেকে শনিবার
মনে মনে পাতে জাল।
অবশেষে ধরা খেলো
চিনে রাখ তোমরা,
নষ্টের মুল কারক
মোটা তার চামড়া।
নভেম্বর, মেরিল্যান্ড, ৭/২৪