ঘুষের টাকায় গড়ছে বাড়ি
মন্ত্রী-এমপি'র শালা চোর,
দোর গোড়াতে ক্ষিপ্ত বেশে
উদীয়মান দোজখ ভোর!

সচিব খোঁজেন টাকার গন্ধ
দালাল খোঁজেন মক্কেলের ,
এয়ারপোর্টে মুখে হাসি
পকেট ভরা বেক্কলের!

রাস্তা-ঘাটে চাঁদাবাজি
রডের টাকায় কাঁচা বাঁশ!
পুলিশ মামা থানায় ঘুমে
স্বপ্নে বলেন সর্বনাশ!

রেলের তেলে পুকুর চুরি
খাবার তেলে ভেজাল কেন?
সরকার ভাবেন পাবলিক বোকা
আমরা হচ্ছি সুপারম্যান!

ভূয়া ডাক্তার, ভূয়া লেখক
চোর-চুন্নি ভাইরাল আজ,
রুচির খরা চারিদিকে
বিবেক-বুদ্ধির মাথায় বাজ!

গানের কন্টেস্ট টাকার খেলা
প্রথম হবে টাকা দাও,
রাতে আইস নির্জন রুমে
সকাল বেলা পদক নাও!

নেত্রী হবেন নো টেনশন
নাকে লাগাও সর্ষে তেল,
লাঠি-মিছিল, চুলাচুলি
রাজনীতি এক জীবন জেল!

দেশের টাকায় কিনছে বাড়ি
বেগম পাড়ায় সাধুর দল,
সাধু সাবধান, বিপদ সামনে
বিবেক ঢালবে মূত্র-মল!

রাজনীতিতে সবাই সমান
এই দল ঐ দল আইওয়াশ,
তলে তলে সবাই বন্ধু,
বোকা পাবলিক খাচ্ছে বাঁশ!

মেধা-বুদ্ধি-ধনী-গরিব,
স্বেচ্ছায় নীরব নির্বাসন,
খোদা দেখেন, খোদা ভাবেন
থাকবে পড়ে সব বসন !

মেরিল্যান্ড এপ্রিল ১৬, ২০২৪