চে গুয়েভারা মরে না, মরে না স্বপ্ন,
মুছে যায়না ইতিহাস, অক্ষত অধ্যায়,
মহা নায়কের বজ্রবাণী, শায়িত কবরে পরিবার,
গরিবের পেটে লাথি, বহিষ্কারের কালো থাবা
কিংবা, নির্যাচিত অফিসার।
প্যারানরমাল কীটের হাতে বন্দি সভ্য সমাজ,
ঘুরে দাঁড়াবার নেই পথ, সরু গলির বুকে অদৃশ্য হুংকার,
ঘাড়ের উপরে জল্লাদের তরবারি,
বলেছো তো বিচ্ছিন্ন দেহ, খসে পরে জিভ!
অন্ধকার দেয়ালের আড়ালে জমে থাকে প্রতিবাদী ইট,
ভীত মানুষের আর্তনাদ, গলিত দেহ, কাকে খাওয়া মুখ!!!
কোন এক যুগে এসেছিলেন যীশু, বুদ্ধ,হযরত, কৃষ্ণ,
কৃষ্ণপক্ষের চাঁদ উঁকি দিয়েছিলো আকাশে,
মানুষ দেখছিলো মানুষ, নিরাশায় আশার বাণী
ঈশ্বর হলেন মানুষ, মানুষের গর্ভে মানুষ
আলোকের মিছিলে জয়ের পতাকা
গির্জার মিনারে ঘন্টা, আযানের সুমধুর সুর, সন্ধ্যায় উলুধ্বনি
দেশ থেকে দেশে, জাতি থেকে বিজাতির সমীকরণে
একটি সুর একটি ধ্বনি চাই শান্তি, চাই ভালোবাসা।
সহস্র গড়িয়ে একক্লিপ্স দেবতারা আসে বার বার,
জাতি হয় বিজাতি, অমানুষের হাতে বাইবেল,
মদের বোতলে ক্ষমতার বাসা,
ছয়তলা ভবনে বসে জলসা
নীল নকশা ছকের আসরে, পরিচিত মুখের
পাতি নেতাদের গান বাজে নিরবধি।
সময় বলে,
আবার আসবে মহা নায়ক
আসবে চে, মাও সেতুঙ, জাগবে ফের আশা
জাগবে ফের মানুষ।
আগষ্ট, ১৫, ২০১৭