শক্তি খাটাই,নয়কো যাচাই
গায়ের জোড়ে সব,
বুদ্ধি-বিবেক হাই ভোল্টেজের
সুইচটা কিন্তু  অফ!

দেশ চালাবে? মন্ত্রী হবে?
লাগবে টাকা-বল;
আমলা-কামলা খাচ্ছে বসে
ঘুষের ঘোলা জল!

লেখক হবে? টাকা ছাড়ো
বুদ্ধিজীবি ধরো,
বুদ্ধি কিনে বই ছাপিয়ে
ঢাক বাজিয়ে পড়ো।

নায়ক হবে? গায়ক হবে?
ঝিমায় প্রযোজক,
টাকার থলে হাতে নিয়ে
দরজায় করো নক!

গায়ে সয়ে গেছে এসব
চোখে-মুখে তালা,
শুনেও এখন শুনি না ভাই
আমি বোবা-কালা!

মেরিল্যান্ড মে ২৮, ২০২৪