(২১ ফেব্রুয়ারী,১৬তম বিবাহ বার্ষিকীতে)
একুশের দিনে, একুশের ক্ষণে আঙুলে প্রবেশ দ্বার,
ভাষার গানে, নগ্ন পদে, শুরু হোক দিন ভালোবাসার।
দিগন্ত জুড়ে হলুদ ভোরে বসন্ত কোকিলের ডাক,
চিরচেনা পথে ধুলোমাখা রথে, নব জীবনের বাঁক।
এসো হে দেবী, এসো হে কবি, কাব্য ফুলের ঘ্রাণে,
ভালোবাসার ছন্দে, কাব্য রচি আজ, ভোরের ভৈরবী গানে।
জীবন রথে ছন্দ-পতনে, ভয়কে করিব জয়ের ভুবনে,
বিধৌত হবো বার,হোক না আঁধার, কোকিলা কাননে।
ষোড়শ দিবসে বেঁধেছ বেণু , খোঁপায় পলাশের ঘ্রাণ
ভালোবাসার ট্রেন ছুটেছে কেবল, না হোক অবসান।
ফুলে ফুলে ভরা শহীদ মিনারে, নতুন আলো চুমি,
এক জীবনের, একটি গানে, কেবলই আমি-তুমি।