টিএসসি'র ধূসর সময়ে চুম্মনাসক্ত মন!
প্রকৃতির গর্জনে ঈশ্বরের জলধারা
বাঁধভাঙা ভালোবাসা আটকাবে কে?
উৎসুক পথিক কামনার জলে করে স্নান
অপেক্ষার বেঞ্চিতে আধকাপ চা
ছেঁড়ানোটের ভাঁজে স্বপ্ন জন্মে,
ঈশ্বর দেখেন আড়চোখে!
নিষিদ্ধ আঁধারে ভালোবাসা
পাকস্থলীতে ক্ষুধার্ত বাঘের গর্জন
মনে কামনা তো মুখে বিষাদ!
চ্যানেলের ভিতর চ্যানেল
আঠারোর সীমানায় বাসা বাঁধে
ছিদ্রাসনের মন।
মানুষ বড় অদ্ভুত!
জুলাই ২৫,২০১৮